Posts

গাভীর খাঁটি দুধের নামে কী খাচ্ছি আমরা?

  গাভীর খাঁটি দুধের নামে কী খাচ্ছি আমরা। উচ্চমূল্য আর বাজারে দুধের ব্যাপক চাহিদা মাথায় রেখে সাটুরিয়ায় তৈরি হচ্ছে ভেজাল বা নকল দুধ। দেখতে উন্নতমানের দুধ মনে হলেও আসলে তা কেমিক্যাল মিশ্রিত পানি। এক মণ পানির সঙ্গে পাঁচ কেজি ইকোজেট পাউডার আর ১শ' গ্রাম এরারুট পাউডার দিলেই দেখতে উন্নতমানের দুধ তৈরি করা যায়- এমনি চমকপ্রদ তথ্য দিলেন রাজ্জাক নামে সাটুরিয়ার ভেজাল দুধ ব্যবসায়ী। সাটুরিয়ায় ভেজাল দুধ তৈরি করে বাজারে সরবরাহের দায়ে আবদুর রাজ্জাক (৬০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফুকুরহাটি গ্রামে অভিযান চালিয়ে ২৭০ কেজি নকল দুধসহ তাকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় ৯টি গ্যালনে নকল দুধ, দুই কেজি এরারুট পাউডার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাজ্জাককে এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

আগামী ২৮ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখে অনুষ্ঠিতব্য ২৫ টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থীগণের তালিকা।

  তারিখ : ০১ ডিসেম্বর ২০২০ প্রেস বিজ্ঞপ্তি আগামী ২৮ ডিসেম্বর ২০২০ খ্রিঃ তারিখে অনুষ্ঠিতব্য ২৫ টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থীগণের তালিকা। ক্রমিক জেলা পৌরসভা পদ ভোট গ্রহনের তারিখ মনোনীত প্রার্থীগণের নাম ও মোবাইল নম্বর ১. পঞ্চগড় পঞ্চগড় মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ মোঃ তৌহিদুল ইসলাম ২. ঠাকুরগাঁও পীরগঞ্জ মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ মোঃ রেজাউল করিম (রাজা) ৩. দিনাজপুর ফুলবাড়ী মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ মোঃ শাহাদাৎ আলী ৪. রংপুর বদরগঞ্জ মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ মোঃ ফিরোজ শাহ ৫. কুড়িগ্রাম কুড়িগ্রাম মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ মোঃ শফিকুল ইসলাম ৬. রাজশাহী পুঠিয়া মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ মোঃ আল-মামুন ৭. রাজশাহী কাটাখালী মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ আধ্যাপক মোঃ সিরাজুল হক ৮. সিরাজগঞ্জ শাহজাদপুর মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ মোঃ মাহমুদুল হাসান ৯. পাবনা চাটমোহর মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ মোঃ আসাদুজ্জামান আরশেদ ১০. কুষ্টিয়া খোকসা মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ রাজু আহম্মেদ ১১. চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ মোঃ সিরাজুল ইসলাম (মনি) ১২. খুলনা চালনা মেয়র ২৮ ডিসেম্বর ২০২০ মোঃ আবুল খায়ের খান ১৩. বরগুনা বেতাগ